অরুণিমা সিনহা জীবনী | Arunima Sinha Biography in Bengali

Arunima Sinha Biography in Bengali

অরুণিমা সিনহা একজন ভারতীয় জনপ্রিয় পর্বতারোহী এবং জাতীয় ক্রীড়াবিদ, তিনি প্রথম মহিলা পর্বতারোহী যিনি দুর্ঘটনায় একটি পা হারানোর পরেও পৃথিবীর সবচেয়ে উঁচু এভারেস্ট পর্বত বিজয় করেছেন। যেটি মাউন্ট এভারেস্ট নামেও পরিচিত।

জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় ট্রেনে ভ্রমণকালে তার জীবনে ঘটে যাওয়া সব থেকে বড় ঘটনাটি ঘটেছিল, এই ঘটনার পরে তিনি তার জীবনকে যেভাবে পরিবর্তন করছেন এবং তার দৃঢ়তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন সেটি আধুনিক সমাজে এবং বিশ্বের কাছে খুব বড় একটি অনুপ্রেরণার বাস্তবিক কাহিনী হয়ে রয়েছে।

Arunima Sinha Biography

Arunima Sinha Biography in Bangla

নাম: অরুণিমা সিনহা
জন্ম: ২০ জুলাই ১৯৮৯
স্থান: কাদিপুর, সুলতানপুর, উত্তরপ্রদেশ
পেশা: ভারতীয় পর্বতারোহী, জাতীয় ভলিভল খেলোয়াড়,
পুরস্কার: পদ্মশ্রী পুরস্কার

অরুনিমা সিনহার ট্রেন দুর্ঘটনা

অরুনিমা সিনহা ১১ এপ্রিল ২০১১ সালে ট্রেনে করে লখনৌ থেকে দিল্লী শহরে যাচ্ছিলেন পদ্মাবতী এক্সপ্রেস ট্রেনে চড়ে, আনুমানিক রাত প্রায় ১ টার সময় কিছু দুর্বৃত্ত অপরাধী ট্রেনের কামরায় উঠেপড়ে আর তাকে একা দেখে তার গলায় থাকা সোনার চেইনটি ছিনিয়ে নিতে যায়।

তিনি প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে ট্রেনের দরজায় টেনে নিয়ে ধাক্কা দিয়ে ফেলেদেন, সাথে সাথে অপর পাশের রেইল লাইনে ট্রেন চলে আসায় কিছু বুঝে ওটার পূর্বেই অরুণিমার বাম পা ট্রেনে কাঁটা পরে। ট্রেনের ধাক্কায় তিনিও খুব আহত হয়ে পড়েন।

এই অবস্থায় তিনি সারারাত চিৎকার করে ছিলেন কারও সাহায্য পাওয়ার আসায় তার কথায় তিনি জীবনে সমস্ত আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। সারা রাতে তার পাশদিয়ে প্রায় ৪০ থেকে ৫০ টি ট্রেন চলে যায়। সকালে আশেপাশের গ্রামবাসীরা এগিয়ে আসেন তার সাহায্যে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়, পরে দিল্লির উন্নত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি প্রায় ৪ মাস ভর্তি ছিলেন।

Arunima Sinha Biography in Bengali

এভারেস্ট পর্বত জয়ের পরে অরুনিমা সিনহা তার লক্ষ্য নির্ধারণ করেন পৃথিবীর সবকটি মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা গুলিকে বিজয় করার, 2019 সালের জানুয়ারি মাসের মধ্যে সর্বশেষ এন্টারটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত ভিনসন স্তূপপর্বত জয়ের মাধ্যমে তিনি পৃথিবীর সাতটি মহাদেশের সব কটি সর্বোচ্চ পর্বত জয় করেন।

তিনি যেসব পর্বতমালা গুলো জয় করেছেন সেগুলোর তালিকা নিচে দেয়া হল

এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত Mount Everest (Higher Asian mountains)
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত Mount Kosciuszko (Higher Australian mountains)
আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত Mount Kilimanjaro (Higher African mountains)
ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বত Mount Elbrus (Higher europe mountains)
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত Aconcagua Mountain (South America)
আন্টার্টিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত Vinson Massif (Large Mountain Massif in Antarctica)
ইন্দোনেশীয়ার পর্বত Puncak Jaya (Indonesa)

অরুনিমা সিনহার প্রাপ্ত পুরস্কার

পদ্মশ্রী পুরস্কার – Padma Shri Award (২০১৫)
Tenzing Norgay National Adventure Award (২০১৫)
First Lady Award (২০১৬)
Malala Award
Yash Bharat Award
Rani Laxmi Bai Award

Read More

মাদার টেরেসার জীবনী | Mother Teresa Biography in Bengali