আজম খান জীবনী | Azam Khan Biography in Bengali

Azam Khan Biography in Bengali

গায়ক আজম খান তিনিই প্রথম জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুল গীতি, রবীন্দ্র সংগীত এবং লোকসংগীতে সমৃদ্ধ বাংলাদেশে প্রথম বাংলা পপ সংগীতের প্রচলন ও জনপ্রিয় করেন।

তবে তার নতুনের এই পথচলা ও প্রতিষ্ঠা অর্জন একেবারেই সহজ ছিলোনা যুবসমাজের মধ্যে বিপুল জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও তাকে বাংলার অনেক বিখ্যাত শিল্পীদের থেকে গায়ক হিসেবে সম্মান ও সীকৃতি পেতে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে।

তার সংগীত জীবনের প্রথম সময়ে টিভি ও রেডিও কোন মাধ্যমে তার গান সম্প্রচারিত করা হয়নি। তার গানকে সংগীত হিসিবে ও তাকে গায়ক হিসেবে সীকৃতি পাওয়ার জন্য সংগ্রাম করতে হয়েছে। অনেক প্রথিতযশা শিল্পী তারসাথে সংগীতের এক মঞ্চে আসতে অসম্মত ছিলেন।

Azam Khan Singer

প্রথম জীবন – Early Life

আজম খান জন্মগ্রহণ করেন ২৮ february ১৯৫০ সালে ঢাকা শহরের আজিমপুরে, তার পিতার নাম ছিল আফতাবউদ্দিন খান ও মায়ের নাম জবেদা বেগম। আজম খানের পিতা ছিলেন একজন সরকারি সচিবালয়ের স্বরাষ্ট্র বিভাগের প্রশাসনিক কর্মকর্তা।

তার পিতা কর্মসূত্রে পাওয়া আজিমপুরের সরকারি কলোনিতে ছিলেন। সেখানেই তার ছোটবেলার জীবনের খানিকটা সময় কেটেছে। তার বাবা সরকারি কর্মকর্তার পাশাপাশি ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক।

তার ভাইদের নাম সায়ীদ খান, আলম খান, লিয়াকত আলী খান, বোন শামীমা আক্তার খানম। আজম খানের মা জোবেদা বেগম ছিলেন একজন সংগীতশিল্পী আর তিনি মায়ের থেকেই সংগীতে আগ্রহ প্রকাশ করেন বলে মানা হয়।

স্বাধীনতা সংগ্রামী আজম খান

তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন স্বাধীনতা সংগ্রামী বা মুক্তিযোদ্ধা, মাত্র একুশ বছর বয়সে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হওয়া স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করেন।

Azam Khan Songs – বিখ্যাত গান

তার জীবনীতে তিনি প্রায় শতাধিক সংগীত গেয়েছেন যার অধিকাংশ তার নিজের সংগীত রচনা ও সুর করা। তবে তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতে জানতেন না কিন্তু তারপরেও তার গানের সংগীত ছিল অসাধারণ।তার বিখ্যাত সব গানের মধ্যে রয়েছে।

সময় এখন বর্ষাকার
চুপ চুপ অনামিকা চুপ
পাপড়ি কান বোঝেনা
আর কতকাল বয়েযাবো দুঃখ আমি
আসি আসি বলে তুমি আর এলেনা
আলাল আর দুলাল
দুঃখ আমার
চাঁদকে ভালোবেসো না
একটাই দুঃখ
তুমিহীনা
কেউ নেই আমার


Read More: