মানুষের মস্তিষ্কের অজানা ক্ষমতা | Human Brain Facts in Bengali

Human Brain Facts in Bengali

আমাদের ব্রেইন বা মস্তিস্ক সুধু শরীরের নয় এই পৃথিবীর সবথেকে জটিল ও আশ্চর্য অর্গান যার সম্পর্কে আমরা খুবই কম জানি।

পৃথিবী নামক এই গ্রহের সবথেকে বিকশিত হচ্ছে মানুষ আর এই বিকশিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষের ক্ষমতাবান ও উন্নত ব্রেইন বা মস্তিস্ক।

আমি যদি বলি আপনি কি আপনার ব্রেইন এর ক্ষমতা সম্পর্কে জানেন ? অধিকাংশ ব্যাক্তি উত্তরে বলবে এটা আবার জানার কি বিষয়?

কিন্তু আপনি যদি জীবনে প্রতিষ্ঠা ও সফলতা লাভ করতে চান তাহলে আমি বলবো আপনার মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে কিছুটা জেনে রাখা খুবই দরকার।

বন্ধুরা আমাদের মস্তিস্ক বা ব্রেইনের সম্বোন্ধে এমন অনেক তথ্য উদ্ভাবিত হয়েছে যা আপনাকে চমকে দেবে।

Brain Facts in Bengali
  • আমাদের ব্রেইনে যদি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত অক্সিজেন সরবরাহ না হয় তাহলে আমাদের ব্রেইন সম্পূর্ণ কর্ম অক্ষম হয়ে যাবে।
  • আমাদের শরীরের মাত্র ২% দুই পার্সেন্ট অংশ ব্রেইন কিন্তু এটি আমাদের শরীরের ২5% রক্ত ও অক্সিজেন একই ব্যবহার করে।
  • আমাদের ব্রেইনে প্রতি সেকেন্ডে এক লাখের বেশি কেমিক্যাল রিএকশন হয় তাতেই এটি কাজকরে।
  • আমাদের ব্রেইন দুটি অংশে বিভক্ত একটি Conscious Mind এবং অন্নটি Subconscious Mind
  • অপেরেশনের মাধ্যমে আমাদের ব্রেইনের অর্ধেক বের করে নিলেও আমাদের অভ্যাসে কোনো পরিবর্তন হয় না।
  • আমাদের ব্রেইনের ৬০% ভাগ চর্বি দিয়ে তৈরি, তাই এটিই আমাদের শরীরের সবথেকে চর্বি যুক্ত অংগ।
  • কখনো কখনো আমরা বলি আমার ব্রেইন বা মাথা কাজ করছে না কিন্তু এটি ঠিক নয় আমাদের ব্রেইন সবসময় সজাগ ও কাজে ব্যস্ত থাকে।
  • আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনো আপনার ব্রেইন তার নিৰ্দিষ্ট কাজে নিয়োজিত থাকে। তবে কিছু অংশ সাময়িক আরাম করে।
  • Human Brain মানুষের ব্রেইনে ৮৬ বিলিয়ন কোষ থাকে।
  • আমাদের মস্তিষ্ক থেকে ১০ থেকে ২৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে।
  • মানুষের ব্রেইনকে সবথেকে সতেজ করতে পারে জল পান, তাই আমাদের নিয়মিত সঠিক পরিমানে জল পান করা অতি জরুরী।
  • আমাদের মনে প্রতিদিন (৫০,০০০) পঞ্চাশ হাজার চিন্তা আসে যার ৮০ শতাংশ নেগেটিভ চিন্তা।

Human Brain Facts in Bengali – একটি চমকানে তথ্য

  • ৯০ মিনিট অব্দি ঘামে ভিজে থাকার কারণে আপনি এক জন মনোরোগী হতে পারেন তাই সচেতন হোন।
  • হেলমেট পড়ার পরেও ব্রেইনে চোট লাগার অধিক সম্ভাবনা থাকে।
  • মানুষের ব্রেইনে ব্যাথার কোনো শিরা নেই তাই আমরা ব্রেইনে কোনো ব্যাথা অনুভব করি না।
  • কোনো একটি চিন্তা নিয়ে আমরা যখন খুব চিন্তিত থাকি তখন আমাদের ব্রেইন কিছু সময়ের অন্য দরকারি কাজ ও সিদ্ধান্ত নিতে ভুলে যায়।
  • মস্তিস্ক সতেজ ও উর্বরতার জন্য নিয়মিত দই খেতে পারেন, দইয়ে থাকা অ্যামিনো এসিড ব্রেইনকে জন্য খুবই দরকারি।
  • আপনার ব্রেইন যেকোনো সুপার কম্পিউটার থেকে ৩০ গুন বেশি শক্তিশালী ও ফাস্ট।
  • কম্পিউটারে নিৰ্দিষ্ট মেমোরি থাকে কিন্তু আমাদের মস্তিষ্কের মনে রাখার ক্ষমতা আনলিমিটেড হয় এর স্মৃতি ধরণের ক্ষমতা অসিম।
  • একটি জীবন্ত Human Brain খুবই নরমহয় একটি চাকু দিয়ে সহজেই এটিকে টুকরো করা যায়।
  • ছোটো বাচ্ছারা এই কারণে বেশি ঘুমায় কারণ তাদের শরীরের উৎপন্ন হওয়া গ্লুকোজ ব্রেইন ৫০ শতাংশ ব্যবহার করে।
  • কোনো ছোটো বাচ্চা যদি পাঁচ বছর বয়সের মধ্যে অন্তত দুইটি ভাষা শিখে নেয় তাহলে তার বোঝার ক্ষমতা অনেকটা বেড়ে যায়।
  • ছোট বেলার কিছু বয়সের স্মৃতি আমাদের মনে থাকে না কারণ এই সময় ব্রেইনের হিপোক্যাম্পাস (Hippocampus) গঠিত হয়না। হিপোক্যাম্পাস আমাদের স্মৃতি শক্তি সংরক্ষণে বিশেষ ভূমিকা পালনকরে।
  • আপনিযদি দীর্ঘ সময় পর্যন্ত মোবাইল ফোনে ব্যাস্ত থাকেন তাহলে আপনার ব্রেইনের টিউমার হওয়ার ঝুঁকি অধিক বেড়ে যায়।
  • তাই প্রয়োজনের অধিক স্মার্ট ফোনে সময় কাটানো কমিয়ে বইপড়া কিংবা লিখায় মনোযোগ দিলে আমাদের ব্রেইন অধিক কর্মক্ষম হবে।

Read More

Dubai City in Bengali | দুবাই আধুনিক স্বপ্নের নগরী
বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যময় ত্রিভুজ | Bermuda Triangle in Bengali