Messi Biography in Bengali
বর্তমান ফুটবল জগতের সেরা ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি এমন একটি নাম যাকে ফুটবল বিশ্ব বিস্ময়কর কিংবদন্তি ফুটবলার হিসেবে মানে। এই মহান ফুটবলারের জন্য বার্সেলোনা এফ সি ক্লাবের বিশ্বব্যাপী আলাদা একটি সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছে।
বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্তদের পাশাপাশি লিওনেল মেসি সেই সব ফুটবলারদের ও রোলমডেল যারা ফুটবলেক তাদের জীবনের ও সাফল্যের অংশ হিসেবে নিয়েছে এবং বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।
তবে তার চোখ জুড়ানো ফুটবলের জাদু ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়ে উঠার এই লড়াই খুব সাধারণ কিংবা খুব সহজ ছিলনা। খুব কষ্টকর শারীরিক ও মানসিক প্রতিকূলতার সাথে লড়াই করে জিতেই আজকে মেসি সারাবিশ্বে সুনাম ও অর্থ দুটিই অর্জন করতে সক্ষম হয়েছেন।

Lionel Messi Early Life
মেসির জন্ম ২৪ জুন ১৯৮৭ আর্জেন্টিনার রোসারিও শহরে হয়েছিল তার পিত জর্জে মেসি ছিলেন একজন সাধারণ ফ্যাক্টরির কর্মী ও মাতা সেলিয়া মারিয়া কাচ্চিতিন্ন সাধারণ গৃহিনী। মেসির রয়েছে দুই বড়ো ভাই মাতিয়াস মেসি ও রদ্রিগেস মেসি এবং এক বোন নাম মারিয়া সোল্।
মেসির পরিবারে খুব বেশি আর্থিক সচ্ছলতা না থাকলেও তার পিতা চাইতেন তার সন্তানদের জীবন উজ্জ্বল হউক তারজন্য তিনি সবরকম কষ্টের সামনে করেন ও মেসি ও তার ভাইদের ফুটাবের প্রতি উৎসাহিত করতেন। ছোটবেলা থেকেই মেসি তার ভাইদের সাথে ফুটবল খেলতে মাঠে যেতেন।
তবে মেসির গ্রান্ড মাদার চাইতেন মেসি বড় ফুটবলার হয়ে উঠুন তার উৎসাহেই মেসির বাবা তাকে ফুটবল খেলার সরঞ্জাম কিনে দেয়। আর মাত্র চার বছর বয়সে মেসিকে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তিকরে দেন।
১৯৯৫ সালে মেসি তার শহরের একটি ক্লাব Newell’s Old Boys এর হয়ে ফুটবল খেলতে থাকে মাত্র ৯ বছর বয়সেই মেসি প্র্যাক্টিসের মাধ্যমে ফুটবলকে এতটাই আয়ত্ত করেছিলেন যে তার পায়ে বল আসলে প্রতিপক্ষ হয়রান হয়েগেলেও দশ মিনিটের অধিক সময় বল মেসির পায়েই থাকত।
মেসি যখন তার খেলায় নিয়মিত উন্নতি করছেন ও দর্শকদের অভিভূত করে চলেছেন তখন তার পরিবার ও এই প্রত্যাশায় ছিলেন যে ফুটবলে তার ভবিষ্যৎ খুব ভাল হতে চলেছে ও বড় কোন ক্লাবের অফার খুব শীঘ্রই নিশ্চই আসতে চলেছে।
Messi Biography in Bengali – মেসির জীবনের কষ্টের অধ্যায়
তবে তার ফুটবল জীবনের ছন্দপতন ঘটে ১১ বছর বয়সে যখন তার শরীরে হরমোন ডেফিসিয়েন্সি জনিত সমস্যা দেখাযায় তখন তার পরিবার ও ক্লাব সবার মাথায় বাজ পড়ার মত অবস্থা হয়। ডাক্তার বলেদেন ট্রিটমেন্ট শুরু না করলে শরীরের বিকাশ থামেযেতে পারে ও ফুটবল খেলায় স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়েযাবে।
প্রথমে কিছু বছর মেসির পরিবার তাদের আর্থিক সঞ্চয়ের সবটুকু দিয়ে তার চিকিৎসা করান তবে প্রতিমাসে প্রায় ১৫০০ ডলার পরিমান খরচ হত তার চিকিৎসা করতে আর এই হরমোন ইঞ্জেকশন নেয়াটাও ছিল খুবই কষ্টদায়ক কারণ ১১ বয়সের মেসিকে একপায়ে সাতদিন অপর পায়ে সাতদিন করে প্রতিদিন ইনজেকশন নিতে হত।
তবে এই প্রতিকূলতা মেসির মনের জোর ও ফুটবল খেলার প্রতি তার মনের দৃঢ়তা এতটুকু কমাতে পারেনি। তিনি প্রতিদিনই সমান প্র্যাক্টিস করতেন আর ক্লাবের খেলায় তার নিয়মিত উন্নতি লক্ষকরা যাচ্ছিলো। তার খেলায় প্রভাবিত হয়ে কোন এক ব্যাক্তি বার্সেলোনা ইয়ুথ একাডেমিক নির্দেশক স্কচ ডিসচাক কে বলেন।
স্কচ মেসির খেলা দেখে এতটাই অভিবুত ও আনন্দিত হন যে মেসির পরিবারের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেন। মেসির পরিবার তাতে খুবই উৎসাহিত সারা দেন মেসির শারীরিক সমস্যার সাবটা জানার পরে তিনি তার পরিবারকে একটিই শর্তে সাহাৰ্য করার প্রস্তাব দেন যে মেসিকে বার্সেলোনা এসে খেলতে হবে। বিনিময়ে বার্সেলোনা ক্লাব মেসির সকল চিকিৎসার ব্যাবস্থা ও অর্থ প্রদান করবে মেসির পরিবার এই শর্তে খুশি খুশি রাজি ও হয়ে যান।
কারণ তার পরিবারের কাছে আর আর্থিক সম্বল ছিলোনা চিকিৎসার এই অর্থ যোগানের তাছাড়া বার্সেলোনা ক্লাবের মাধ্যমে ইউরোপের ফুটবলে নিজেই যোগ্যতা প্রমানের সবথেকে বড় সুযুগটি চলে আসে মেসির কাছে।
লিওনেল মেসি কোপা আমেরিকা ২০২১ গোল রেকর্ড
কোপা আমেরিকা ২০২১ ফুটবল টুর্নামেন্ট আর্জেন্টিনার ফুটবল রাজপুত্র মেসির জন্য খুবই উজ্জ্বল একটি টুর্নামেন্ট এই টুর্নামেন্টে তিনি ৪ টি গোল করেন। এবং তার দল ফাইনালে যেতে তিনি টুর্নামেন্টের গোল্ডেন বল অ্যাওয়ার্ড পুরস্কার পান।
Lionel Messi Achievement – মেসির করা সকল রেকর্ড
Golden Boy – 2005
Bravo Award – 2007
Ballon d’Or – 2009, 2019
The Best FIFA Men’s Player – 2019
FIFA World Player of the Year – 2009
World Soccer Player of the Year – 2009, 2011, 2012
UEFA Men’s Player of the Year Award – 2011, 2015
European Golden Shoe – 2010, 2012, 2013, 2017, 2018
Pichichi Trophy – 2010, 2012, 2013, 2017, 2018, 2019, 2020,
Ballon d’Or Dream Team – 2020
Laureus World Sports Award for Sportsman of the Year – 2020
FIFA World Cup Golden Ball – 2014
UEFA Club Footballer of the Year – 2009
World Soccer Young Player of the Year – 2006, 2007, 2008
La Liga Award for Best Forward – 2008-09, 2009-10, 2010-11, 2011-12, 2012-13, 2014-15, 2015-16
UEFA Champions League Top Goalscorer – 2008-9, 2009-10, 2010-11, 2011-12, 2018-19
FIFA FIFPro World XI – 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018,2019, 2020
Footballer of the Year of Argentina – 2005, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2019
UEFA Club Forward of the Year – 2009
FIFA U-20 World Cup Golden Shoe – 2005
FIFA Club World Cup Golden Ball – 2011,2009
Copa America Award for Best Young Player – 2007
FIFA Club World Cup Golden Ball – 2011, 2009
La Liga Award for Best Player – 2008-09, 2009-10, 2010-11, 2011-12, 2012-13, 2014-15, 2015-16
আরও পড়ুন:
ব্রাজিল তারকা নেইমারের জীবনী ও রেকর্ড
লেখাটা পড়ে খুব ভাল লাগলো ধন্যবাদ
মেসির সম্পর্কে জানতে পেরে ভাল লাগলো৷ ধন্যবাদ