ভারতের রাষ্ট্রপতিদের নাম তালিকা | List of all president of india

List of all president of india in bengali

ভারতের রাষ্ট্রপতিকে প্রথম নাগরিক হিসেবে সম্মানিত করা হয়। রাষ্ট্রপতি হলেন ভারতের রাষ্ট্রপ্রধান সেই সাথে তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান উপদেষ্টা এবং প্রধান।

১৯৫০ সালে ভারতীয় সংবিধান গ্রহণের সাথে ভারতকে প্রজাতন্ত্র হিসেবে গ্রহণ ঘোষণা করা হয়। সেই সময় থাকে এই পদে এখন পর্যন্ত 15 জন রাষ্ট্রপতি রয়েছেন আর ২০০০ সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা পাতিল।

এছাড়াও তিনজন ভারপ্রাপ্ত পাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন রাষ্টপতির দায়িত্বে ছিলেন। ভারতীয় সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতির পদের মেয়াদকাল হল পাঁচ বছর।

List of all president of india in bengali

ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম – First President of India in Bengali

ডক্টর রাজেন্দ্র প্রাসাদ ১৯৫০ সালে প্রথম ভারতীয় রাষ্ট্রপতির পদে অধিষ্টিত হন। ১৯৫০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন এবং একমাত্র ব্যাক্তি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুইবারের মেয়াদে ভারতীয় রাষ্ট্রপতির পদে অধিষ্টিত ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রাসাদের জীবনকাল ১৮৮৪ – ১৯৬৩ সাল।

ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি – Second President of India

ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি পদে ছিলেন Dr Sarvepalli Radhakrishnan ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৩ মে ১৯৬২ থেকে ১৩ মে ১৯৬৭ সময়কাল পর্যন্ত এই পদে ছিলেন। তার জীবন সময়কাল ১৮৮৮ – ১৯৭৫ পর্যন্ত।

ভারতের তৃতীয় রাষ্ট্রপতি – Third President of India

ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হলেন ডক্টর জাকির হোসের Dr Zakir Hussain তিনি ১৩ মে ১৯৬৭ থেকে ০৩ মে ১৯৬৯ সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদে ছিলেন। জাকির হোসেনের জীবনকাল ১৮৯৭ – ১৯৬৯ সাল।

ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন বারাহাগীরি ভেঙ্কটাগিরি Varahagiri Venkatagiri তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মেয়াদকাল ৩ মে ১৯৬৭ থেকে ২০ জুলাই ১৯৬৯ সাল পর্যন্ত। তার জীবনকাল ১৮৮৪ – ১৯৮০ সাল।

ভারতের দ্বিতীয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Justice Mohammad Hidayatullah বিচারপতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ ২০ জুলাই ১৯৬৯ থেকে ২৪ আগস্ট ১৯৬৯ তিনি এই পদে ছিলেন। তার জীবনকাল ১৯০৫ – ১৯৮০ সাল।

ভারতের চতুর্থ রাষ্ট্রপতি – Forth President of India

Varahagiri Venkatagiri ২৪ আগস্ট ১৯৬৯ – ২৪ আগস্ট ১৯৭৪ সাল পর্যন্ত তিনি পূর্ণ রাষ্ট্রপতির পদে ছিলেন এবং এই পদের ইতিহাসে তিনিই একমাত্র ব্যাক্তি যে উপরাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি দুই পদের দায়িত্ব সামলেছেন। তার জীবনকাল ১৮৮৪ – ১৯৮০ সাল।

ভারতের পঞ্চম রাষ্ট্রপতি – Fifth President of India

Fakhruddin Ali Ahmed ফকরুদ্দিন আলী আহমেদ তিনি ২৪ আগস্ট ১৯৭৪ – ১১ ফেব্রুয়ারী ১৯৭৭ পর্যন্ত এই পদে ছিলেন। তার জীবনকাল ১৯০৫ – ১৯৭৭ সাল।

ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি

ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি হলেন B. D. Jatti তিনি ১১ ফেব্রুয়ারী ১৯৭৭ – ১৫ জুলাই ১৯৭৭ পর্যন্ত এই পদে ছিলেন।

ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি

Neelam Sanjiva Reddy তিনি ২৫ জুলাই ১৯৭৭ – ২৫ জুলাই ১৯৮২ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তার জীবনকাল ১৯১৩ – ১৯৯৬ সাল।

ভারতের সপ্তম রাষ্ট্রপতি

Giani Zali Singh তিনি ২৫ জুলাই ১৯৮২ – ২৫ জুলাই ১৯৮৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তার জীবনকাল ১৯১৬-১৯৯৪ সাল।

ভারতের অষ্টম রাষ্ট্রপতি

R. Venkataraman তিনি ২৫ জুলাই ১৯৮৭ – ২৫ জুলাই ১৯৯২ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তার জীবনকাল ১৯১০-২০০৯ সাল।

ভারতের নবম রাষ্ট্রপতি

Dr. Shankar Dayal Sharma তিনি ২৫ জুলাই ১৯৯২ – ২৫ জুলাই ১৯৯৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তার জীবনকাল ১৯১৮-১৯৯৯ সাল।

ভারতের দশম রাষ্ট্রপতি

Sharma R. K. Narayanan তিনি ২৫ জুলাই ১৯৯৭ – ২৫ জুলাই ২০০২ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তার জীবনকাল ১৯২০-২০০৫ সাল।

ভারতের একাদশ রাষ্ট্রপতি

A. P. J. Abdul Kalam তিনি ২৫ জুলাই ২০০২ – ২৫ জুলাই ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তার জীবনকাল ১৯৩১-২০১৫ সাল।

ভারতের দ্বাদশ রাষ্ট্রপতি

Smt. Pratibha Patil তিনি ২৫ জুলাই ২০০৭ – ২৫ জুলাই ২০১২ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তার জন্ম ১৯৩৪ সালে। তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন।

List of all president of india in bengali

ভারতের ত্রেওদশ রাষ্ট্রপতি

Shri Pranab Mukherjee শ্রী প্রণব মুখার্জী ভারতের ত্রেওদশ রাষ্ট্রপতি নির্বাচিত হন ২৫ জুলাই ২০১২ – ২৫ জুলাই ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তার জীবনকাল ১৯৩৫-২০২০ সাল। শ্রী প্রণব মুখার্জী ভারতের প্রথম বাঙালি হিসেবে রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। তার রাজনৈতিক জীবন খুবই সাফল্যময় ছিল তিনি সকলকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী ছিলেন।

ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি – ভারতের বর্তমান রাষ্ট্রপতি

Shri Ram Nath Kovind শ্রী রাম নাথ কোবিন্দ ভারতের চতুর্দশ ও বর্তমান রাষ্ট্রপতি তিনি ২৫ জুলাই ২০১৭ সালে রাষ্ট্রপতি পদে অধীন হন । তার জন্ম ১৯৪৫ সালে।

Read More

ভারতের প্রধানমন্ত্রীর তালিকা | List of Prime Ministers of India Bengali