List of Prime Ministers of India in Bengali
১৫ অগাস্ট ১৯৪৭ ভারতের স্বাধীনতার প্রথম দিন স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত পরিশ্রম ও আত্ন বলিদানের মাধ্যমে এই দিনেই প্রায় দুইশত বছরের ও অধিক শাসনে থাকা ইংরেজদের ভারতবর্ষ থেকে বিদায় নিতে হয়।
আর স্বাধীন হওয়ার সময় কাল থেকে আজ পর্যন্ত এই মহান আর পৃথিবীর বৃহৎ গনতন্তের দেশের সীকৃতি পায় ভারত আর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া সকল ভারতীয় প্রধানমন্ত্রীর বিস্তারিত থাকছে নিচে।

ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ ও স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতা পান্ডিত জওহরলাল নেহ্রু। ১৫ অগাস্ট ১৯৪৭ থেকে ২৭ মে ১৯৬৪ পর্যন্ত তিনি প্রথানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার জন্ম ১৪ নভেম্বর ১৮৮৯ সালে গঙ্গা নদীর তীরবর্তী শহর এলাহাবাদে তার জন্ম হয়। তার পিতা ছিলেন মতিলাল নেহ্রু আর মায়ের নাম স্বরুপ রানী। তার পিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত আইনজ্ঞ।
গুলজারি লাল নান্দা – Gulzarilal Nanda
গুলজারি লাল নান্দা, তিনি ছিলেন ভারতের দৃতীয় প্রধানমন্ত্রী তিনি ২৭ মে ১৯৬৪ থেকে ৯ জুন ১৯৬৪ পর্যন্ত প্রথম বার প্রধানমন্ত্রীর পদ সামলান।
লাল বাহাদুর শাস্ত্রী – Lal Bahadur Shastri
লাল বাহাদুর শাস্ত্রী সেই সময়ের ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি ৯ জুন ১৯৬৪ সাল থেকে ১১ জুন ১৯৬৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ছিলেন।
গুলজারি লাল নান্দা – Gulzarilal Nanda
গুলজারি লাল নান্দা, তিনি পুনরায় প্রধানমন্ত্রীর আসনে ১১ জানুয়ারি ১৯৬৬ থাকে ২৪ জানুয়ারি ১৯৬৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ইন্দিরা গান্ধী – Indira Gandhi
ইন্দিরা গান্ধী স্বাধীন ভারতের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী তিনি ২৪ জানুয়ারী ১৯৬৬ থেকে ২৪ মার্চ ১৯৭৭ সাল পর্যন্ত প্রথম প্রধানমন্ত্রী হন।
মোরারজী দেশাই – Morarji Desai
মার্চ ২৪, ১৯৭৭ – জুলাই ২৮ ১৯৭৯ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন।
চরণ সিং – Charan Singh
জুলাই ২৮, ১৯৭৯ – জানুয়ারী ১৪, ১৯৮০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ছিলেন।
ইন্দিরা গান্ধী – Indira Gandhi
১৪ জানুয়ারি ১৯৮০ – ৩১ অক্টোবর ১৯৮৪, তিনি দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন ও দায়িত্ব সামলান।
রাজীব গান্ধী – Rajiv Gandhi
৩১ অক্টোবর ১৯৮৪ – ২ ডিসেম্বর ১৯৮৯ পর্যন্ত প্রধানমন্ত্রী নির্বাচিত হন ও দায়িত্ব সামলান।
বিশ্বনাথ প্রতাপ সিং – Vishwanath Pratap Singh
২ ডিসেম্বর ১৯৮৯ – ১০ নভেম্বর ১৯৯০ পর্যন্ত ভারতের প্রথানমন্ত্রী ছিলেন।
চন্দ্র শেখর – Chandra Shekhar
১০ নভেম্বর ১৯৯০ – ২১ জুন ১৯৯১ ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন।
পি ভি নরসিমা রাও – P. V. Narasimha rao
২১ জুন ১৯৯১ – ১৬ মে ১৯৯৬ ভারতের প্রধানমন্ত্রী ছিলেন
অটল বিহারী বাজপেয়ী – Atal Bihari Vajpayee
১৬ মে ১৯৯৬ – ১ জুন ১৯৯৬ প্রথম দফার প্রধানমন্ত্রীর পদ সামলান।
এইচ ডি দেবে গয়ড়া – H. D. Deve Gowda
১ জুন ১৯৯৬ – ২১ এপ্রিল ১৯৯৭ ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
ইন্ডার কুমার গুজরাল – Inder Kumar Gujral
২১ এপ্রিল ১৯৯৭ – ১৯ মে ১৯৯৮ ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন।
অটল বিহারী বাজপেয়ী – Atal Bihari Vajpayee
১৯ মার্চ ১৯৯৮ – ২২ মে ২০০৪ দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রীর পদ সামলান ভারতের দৃঢ়চেতা রাষ্ট্র প্রধানদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি ছিলেন দূরদৃষ্ট্রি সম্পন্ন তার সময়কালেই ভারত প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা ও পারমাণবিক শক্তিধর রাষ্ট্রো পরিণত হয়।
মনমোহন সিংহ – Manmohan Singh
২২ মে ২০০৪ – ২৬ মে ২০১৪ পর্যন্ত টানা দুই দফার সাফল্যের সাথে প্রধানমন্ত্রীর পদে ছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্বের পূর্বে তিনি ছিলেন দেশের একজন সফল অর্থনীতিবিদ।
নরেন্দ্র মোদী – Narendra Modi
নরেন্দ্র মোদী বর্তমান ভারতের প্রথানমন্ত্রী তিনি প্রথম নির্বাচিত হন ২৬ মে ২০১৪ সালে এবং তার দ্বিতীয় প্রধানমন্ত্রীর নির্বাচনেও ভারতের ইতিহাসের রেকর্ড সংখ্যক আসন নিয়ে জয় লাভ করেন ৩০মে ২০১৯ সালে।
List of Prime Ministers of India in Bengali
স্বাধীন ও মুক্ত গণতন্ত্রের দেশ ভারতের প্রধানমন্ত্রীদের তাদের পরিচিতি ও পদে থাকার সম্পূর্ণ বিবরণ টি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।
Read More
ভারতের রাষ্ট্রপতিদের নাম তালিকা | List of all president of india