রবার্ট কিয়োসাকি জীবনী | Robert Kiyosaki Biography in Bengali

Robert Kiyosaki Biography in Bengali

রবার্ট কিয়োসাকি একজন আমেরিকান উদ্যোক্তা, ব্যবসায়ী এবং লেখক। তার বেস্ট সেলিং বই Rich Dad Poor Dad এর দ্বারা বিশ্বব্যাপী খুবই প্রসিদ্ধ একজন লেখক হিসেবে পরিচিত তৈরী হয়েছে।

তার অধিক বিক্রিত বই Rich Dad Poor Dad বইটি ব্যাক্তিগত আর্থিক উন্নতির বইয়ের মধ্যে বিশ্বের প্রথম ও প্রধান বইয়ের স্থান অর্জন করেছে।  

Robert Kiyosaki in Bengali

প্রারম্ভিক জীবন এবং পরিবার

রবার্ট কিয়োসাকি 1947 সালে আমেরিকান টেরিটরি অফ হাওয়াইয়ের হিলোতে জাপানি বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন ও মা একজন নার্স ছিলেন।

রবার্ট তার বাবা মায়ের চার সন্তানের মধ্যে সবার বড় সন্তান ছিলেন। তিনি তার স্কুল জীবন হিলে হাই স্কুল থেকে শুরু করেন। ১৯৬৫ সালে রবার্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। 

প্রাথমিক কর্মজীবন – Robert Kiyosaki Biography in Bengali

গ্রাজুয়েশন করার পরে তার ইচ্ছা আমেরিকান নৌবাহিনী তে যাওয়ার ছিল, তার জন্য তিনি নিউ ইয়র্ক এ U.S. Merchant Marine Academy তে একজন ডেক অফিসার হিসেবে যোগদেন । 

তারপর তিনি স্ট্যান্ডার্ড অয়েল এ একজন ট্যাঙ্কার অফিসার হিবেও যোগদান করেন কিন্তু ছয় মাস পরেই তিনি সেই কাজে অব্যাহতি দেন। তারপরে তিনি Marine Corps জয়েন করেন ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি একজন হেলিকপ্টার গানশিপ ম্যান এর কাজ করেন। ভিয়েতনাম যুদ্ধের পরে তাকে তার কাজের জন্য মেডেল সহ কাজথেকে স্বসম্মানে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তীতে রবার্ট নিজের ব্যবসা শুরু করার জন্য ইচ্ছা প্রকাশ করেন তখন তিনি একটি সেমিনার এ গিয়েছিলেন রবার্ট এর কোথায় সেটি তার লাইফ চেন্জিং সেমিনার ছিল।

তারপরে তিনি একটি কোম্পানির সূচনা করেন যা নাইলন ও লেদার ওয়ালেট মার্কেটে বিক্রি করতো। এই কোম্পানির নাম সে সময়কার আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন Runner’s World এ প্রকাশিত হয়েছিল। কিন্তু কিছু সময়ের পরেই তার এই ব্যবসা বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে রবার্ট তার সেলস স্কিল উন্নত করার জন্য জেরক্স ইন্ডাস্ট্রি তে কাজ করেন। তার সেলস স্কিল আরও উন্নত করেন, তারপর তিনি আরো একবার লেদার ও ওয়ালেট এর পণ্যের কোম্পানি শুরু করেন কিন্তু তাকে একই পরিণতির শিকার হতে হয়, বিফলতা।

সময়ের সাথে সাথে রবার্টের ব্যাবসার সমন্ধে আরো বিভিন্ন গভীর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এই বিফলতার পরে রবার্টের মনে হয় তাকে সেটাই করতে হবে যেকাজে তার রুচি আছে। ১৯৯২ সাল আসতে আসতে তিনি তার প্রথম বই if you want to be rich and happy don’t go to school লিখে ফেলেন।

এই বইয়ের বিষয় বস্তুতে লেখক রবার্ট কিয়োসাকি দুনিয়ার সকল বাবা মাকে এটা বলতে চেয়েছেন যেন তারা তাদের সন্তানদের খরচা করে স্কুল বা কলেজ এ না পাঠায়। তার পরিবর্তে তারা তাদের সন্তানদের রিয়েল এস্টেট এ বিনিয়োগ করার প্রশিক্ষণ প্রদান করে।

তবে এই বইটির রিঅ্যাকশন এই বইটির প্রতি আলাদা আলাদা ছিল তবে রবার্ট হতাশ না হয়ে এই বইটিকে একটি মোটিভেশন হিসেবে নেন এবং ব্যাক্তিগত ফিন্যান্সিয়াল বিষয়ের উপর এই পর্যন্ত ২৬ টি বই লিখেন।

Rich Dad Poor Dad

তবে তার জীবনের সাফল্যের পিছনে রয়েছে Rich Dad Poor Dad বইটি এই বইটি ব্যাক্তিগত আর্থিক উন্নতির সেরা বই হিসেবে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও ভাষার মানুষের কাছে সমান জনপ্রিয়তা পায়। সারা পৃথিবীতে ৪২ টির ও বেশি ভাষায় বইটির কয়েক কোটি কপি বিক্রি হয়। এবং এটা এখনো হয়ে চলেছে।

Read More