শাহরুখ খান জীবনী | Shahrukh Khan Biography in Bengali

Shahrukh Khan Biography in Bengali

শাহরুখ খান ভারতীয় বলিউড চলচিত্র অভিনেতা যিনি তার অনবদ্য অভিনয় ও প্রতিভার জন্য বলিউড ও চলচিত্র জগতে নিজের নামের পাশে অনেক সফলতার ফলক যুক্ত করেছেন।

তিনি তার অভিনয় এর মাধ্যমে নিজেকে সাফল্যের এতটাই উঁচু শিখরে নিয়ে গিয়েছেন যা সবার জন্য আদর্শ। তাকে সিনেমা জগতের বাদশা বলেও ডাকা হয় এছাড়া কিং খান, SRK নামেও ডাকা হয় যা তার নামের প্রথম তিন অধ্যাক্ষর।

তবে তার জীবনেও সেই সময় ছিল যখন একজন মানুষকে জীবনে তার জায়গা তৈরী করতে ও প্রতিভার প্রমান করতে অসংখ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। বলা হয় তিনি প্রায় খালিহাতে তার শহর থেকে মুম্বাই শহরে চলে আসেন অভিনেতা হওয়ার জন্য।

Shahrukh Khan Biography in Bengali

শাহরুখ খান তার মোট অভিনিত সিনেমার সংখ্যা ৮০ টির অধিক। বলিউড এর কিং খান খ্যাত এই অভিনেতাকে বিশ্বের তাবড় তাবড় পরিচিত ও বিখ্যাত নামকরা অভিনেতাদের তালিকায় রাখা হয়।

Shahrukh Khan Biography in Bengali – প্রথম অভিনয় জীবন

শাহরুখ খান তার অভিনয় জীবনের শুরুতে ছিলেন একজন টেলিভিশন অভিনেতা সেটি ছিল ১৯৮০ দশকের সময়। তার আসল অভিনয়ের কেন্দ্রবিন্দু ছিল মুম্বাইয়ের সিনেমা জগৎ তার সেই প্রচেষ্টার সফল সূচনা হয় ১৯৯২ সালে তার প্রথম ডেবু সিনেমা Deewana তে অভিনয়ের মাধ্যমে।

তার সিনেমায় অভিনয়ের শুরুর দিকে তিনি ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য বেশি স্বীকৃত ছিলেন তার সেই সিনেমার নাম হলো বাজিগর, ডার, আনজাম ইত্যাদি। তবে তার অভিনয় জীবনের সবথেকে বড় সাফল্য নিয়ে আসে দিলওয়ালে দুলহানিয়া লে জায়গি সিনেমা। এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পায়।

এই সিনেমায় তার নায়ক চরিত্রের রোমান্টিক অভিনয় সকলের মনে তাকে রোমান্টিক অভিনের জায়গা করে নিতে সাহায্য করে। এই সিনেমায় তার সাথে নায়িকা চরিত্রে অভিনয় করেন কাজল। এই সিনেমায় তাদের দুজনের এই রোমান্টিক মিষ্টি প্রেমের কাহিনী ভারতের রোমান্টিক সিনেমা জগৎকে আরো সমৃদ্ধ করে।

এই সিনেমার মাধ্যমে শাহরুখ খান বলিউড এ তার অভিনয় ও ক্যরিয়ার দুইটি নিশ্চিত করেন। আর এই সিনেমাটি ভারতের সিনেমার ইতিহাসের অনেক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরী করে নেয়। অভিনেতা হিসেবে শাহরুখ খান ও অভিনেত্রী হিসেবে কাজল বহু মূল্যবান অ্যাওয়ার্ড অর্জন করেন। আর বলিউড তার জন্য খুজেনায় নতুন একজন রোমান্টিক চরিত্রের অভিনেতা।

Read More

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here