Shuvo Ratri Images in Bengali
মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে
কেউ হারিয়ে যাচ্ছে মিষ্টি স্বপ্নে
হে চাঁদ তোমার আলো মন্থর কর
আমার কেউ ঘুমাতে যাচ্ছে।
শুভ রাত্রি.

ঝকঝকে চাঁদ ঘুমিয়ে পড়তে লাগল,
পৃথিবী তোমার সুখে আলোকিত হতে লাগল,
তোমাকে দেখে প্রতিটি কুঁড়ি গুনগুন করতে শুরু করল,
এখন আমিও ঘুমিয়ে পড়তে লাগলাম।
শুভ রাত্রি.

হে পলক, তুমি স্বপ্নে তার মুখ দেখতে পাবে
সকালে আবার অপেক্ষা শুরু হবে
অন্তত রাতটা সুখে কাটুক
শুভ রাত্রি।
তুমি ঘুমিয়ে পরো
চাঁদের সোনালী আলোর পরশে,
আমার অনুভূতি তোমার সাথে রয়েছে
পরম ভালোবাসার সাথে, প্রিয় মানুষ।
শুভ রাত্রি

চাঁদের রুপালি আলোয় আলোকিত আকাশ
দখিনা বাতাসের মিষ্টি ছোয়া
বলে দিচ্ছে জীবন কত মুখরিত ও আনন্দময়
এবার তবে ঘুমাতে হবে কাল হবে আরও কথা
শুভ রাত্রি।
রাতের আকাশে বাতাসে ভেসে যাচ্ছে কত আনন্দ
কত মানুষের স্বপ্নের দিন গোনার আওয়াজ,
কত মানুষের স্বপ্ন পূরণের উল্লাস
আমি বাতাসে কান পেতে বসে আছি
তোমার অনুভূতি শোনার জন্য।
শুভ রাত্রি।

রাতের আকাশে কত ধ্রুবতারা
আমার ইচ্ছে হয়
আমিও ওখানে ঘুরে আসি
শুভ রাত্রি।
রাতের তারাদের সাথে
কথা বলতে ইচ্ছে করে
শুভ রাত্রি।
আমি এই রাতে বসে আছি বাগানে
কত জোঁনাকিপোকা উড়েচলেছে এখানে
আমি আমার জীবন খুব উপভোগ করি
একেই বলে বেঁচে থাকার স্বার্থকতা
শুভ রাত্রি।
একটি রাতের সুন্দর স্বপ্ন
হাজার বছর
বেঁচে থাকার অনুপ্রেরণা নিয়ে আসে।
শুভ রাত্রি।
আমার কাছে রাত মানেই
জীবনের সুন্দর দিনগুলির
স্মৃতির রোমন্থন
আর আগামীর অনুপ্রেরণা
শুভ রাত্রি।
জীবনে খুব ভালো হয়
যদি দুইজনে হাতে হাত ধরে
রাতের আলোতে
বহুদূর ঘুরে আসতে পারি।
শুভ রাত্রি।
আমার জীবনে চাঁদের মতোই
ঝলমলে হয়ে আলোদিয়ে যাচ্ছে তুমি
তোমার অনুভব আমি ঘুমের
মধ্যেও খুঁজে পাই
শুভ রাত্রি।
বিস্তৃত আকাশকে আলোকিত করার জন্য
একটি চাঁদের আলো যথেষ্ট
আমার মনের আকাশ আলোকিত করার জন্য
তোমার মিষ্টি মুখের হাসিই যথেষ্ট।
শুভ রাত্রি।
আজকে রাতে ঘুমের দেশে
তোমার জন্য রইলো নিমন্ত্রণ
শুভ রাত্রি জানাই।
এক আকাশ তারার সাথে একটি চাঁদ একা জাগে
একটি যুবক হাজারো স্বপ্ন নিয়ে
একটি চাঁদের মতই একা চলে,
তার পরিশ্রম তার জীবন চাঁদের মতই
একদিন তাকে উজ্জ্বল করে তোলে।
শুভ রাত্রি।