স্ট্যাচু অফ লিবার্টি | Statue of Liberty History in Bengali

Statue of Liberty in Bengali

Statue of Liberty আমেরিকার New York Harbor এর কাছে একটি ছোটো দ্বীপএ অবস্থিত সুবিশাল বিখ্যাতো মুর্তি যার একহাতে মশাল এবং অন্য হাতে বই।

আপনারা হয়তো এই স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে অনেক কিছু জানেন এবং শুনেছেন কেউ হয়তো দেখেও আসছেন।

স্ট্যাচু অফ লিবার্টির সম্পর্কে আরও অনেক তথ্য ও ইতিহাস আপনাদের জানাবো, অনুগ্রহ করে লেখাটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন।

Statue of Liberty

বিখ্যাত এই স্ট্যাচু অফ লিবার্টি মুর্তি টি কিন্তু আমেরিকান নির্মাণ নয় ফ্রান্স ১৯৮৪ সালে এই মুর্তিটি মার্কিন দের উপহার সরূপ দিয়েছিলো তাদের মিত্রতার উপহার হিসেবে।

Statue of Liberty National Monument, পরে স্ট্যাচু অফ লিবার্টিকে আমেরিকান জাতীয় নিদর্শন বা জাতীয় প্রতীক এর মর্যাদা দেয়া হয়।

স্ট্যাচু অব লিবার্টি বানাতে নয়বছর সময় লেগেছিলো এর কিছু অংশ ফ্রান্সে বানানো হয় মাথাটি ও ফ্রান্সে তৈরি হয়।

এই মূর্তিটির উচ্চতা বাইশ তলা উঁচু বিল্ডিং এর সমান, বেদি থেকে মুর্তির মশালের শিখর পর্যন্ত উচ্চতা ৯৩ মিটার বা ৩০৬ ফুট, মুর্তির মোট ওজন ২২৫ টন।

স্ট্যাচু অব লিবার্টির মাথার তাজে মোট ২৫ টি জানালা দেয়া আছে তাজের উপরে সাতটি মহাদেশ দর্শিত আছে। আপনাকে তাজএ চড়ার জন্য ৩৫৪ টি ঘুর্ণায়মান সিঁড়ি পেরোতে হবে।

Statue of Liberty in Bengali – স্ট্যাচু অফ লিবার্টির ইতিহাস

statue of liburty এর মশাল ১৯৯৪ সালে তামার মশালে বদলে দেয়া হয় যার উপরে ২৪ কিলো সোনার চাদর জড়ানো আছে।

স্ট্যাটুর বায়হাতে একটি বই ধরা আছে বইয়ের উপরে আমেরিকান স্বাধীনতা দিবসের তারিখ ৪ জুলাই ১৭৭৬ রোমান ভাষায় লেখা।

statue of liberty এর পুরা নাম Liberty Enlightening the World এর অর্থ হলো স্বতন্ত্রতা বিশ্বকে শিক্ষা প্রদান করা।

যে আইল্যান্ডে স্ট্যাটু অফ লিবার্টি অবস্থিত সেটিকে আমরা লিবার্টি আইল্যান্ড নামে জানি অর পূর্ব নাম MedLoss Eyeland ছিলো।

স্ট্যাচু অফ লিবার্টির বাইরের অংশ তামায় তৈরি, এইমূর্তি রোমান দের দেবী  লিবার্ডস এর যাকে স্বতন্ত্রতার দেবী মনে করা হয়। প্রতি বছর পঁয়ত্রিশ লক্ষ দর্শনার্থী স্ট্যাটু অফ লিবার্টি দেখতে আসে

ফ্রান্সের বিখ্যাত স্থপতি Frédéric Auguste Bartholdi স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করেন। এই স্ট্যাটু তৈরিতে ফ্রান্স দুইলাখ পঞ্চাশ হাজার ডলার খরচ করে।

যেই পেডিস্টল বা বেদির উপর এটি দাঁড়ানো সেটি বানাতে America দুই লাখ পঁচাত্তর হাজার dollar খরচ করে।

Read More