বাঘ সম্পর্কে তথ্য | Tiger Facts in Bengali

Tiger Facts in Bengali

1. বলাহয় বাঘ এক থাবায় মানুষকে মারতে পারে। বাঘের থাবায় এতটাই শক্তি রয়েছে যে শরীরের অন্য কোনো অঙ্গের ব্যবহার ছাড়াই বাঘ মানুষে মেরে ফেলতে সক্ষম।

2. বাঘ একটি নিশাচর প্রাণী তবে বাঘ সব শিকার শুধু রাতেই করে এমনটা নয়। দিনের বেলায় ও বাঘ শিকার করে। মনে করাহয় বাঘ মানুষের সাথে সংঘর্ষ এড়াতেই রাতে শিকার করে।

3. বাঘ জলে সাঁতার কাটতে খুব পারদর্শী হয়ে থাকে। ভাবাহয় বাঘ একবারে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে।

4. সাদা বাঘ জন্মানের সংখ্যা ১ লাখের মধ্যে প্রায় ১ টি বলে মনে করা হয়।

5. বাঘের অস্তিত্ব পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯৬০ মিটার উপরে পর্যন্ত পাওয়া গিয়াছে।

6. বাঘের মুখে হওয়া দাঁড়ি মানুষের আঙুলের ছাপের মতোই ইউনিক হয়।

Tiger Facts in Bengali

7. আপনি জেনে আশ্চর্য হবেন বর্তমানে জঙ্গলের বাঘের চাইতে মানুষ দ্বারা পালিত বাঘের সংখ্যা প্রায় অধিক।

8. বাঘ শিকার করার সময় প্রাণীর ঘরের দিকে কামড়ে ধরতে চেষ্টা করে। তবে তাদের দশটির মধ্যে একটি প্রচেষ্টায় সফল হয়।

9. একটি প্রাপ্ত বয়স্ক বাঘ এর গলার রোর প্রায় ৩ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। বাঘ এর আওয়াজ ১৮ হার্ট পর্যন্ত আওয়াজ উৎপন্ন করতে পারে।

10. বাঘের দুই কানের পিছনে একটি করে সাদা দাগ থাকে

বাঘ সম্পর্কে তথ্য – Tiger Facts in Bengali

11. বাঘের অস্তিত্ব পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯৬০ মিটার উপরে পর্যন্ত পাওয়া গিয়াছে।

12. বাঘ মাংসাশী প্রাণী বাঘের শিকারে তালিকার প্রথম সারিতে রয়েছে জঙ্গলের হরিণ শূকর গরু মহিষ ভেড়া ছাগল ইত্যাদি তৃণভুজি প্রাণী।

13. বাঘের চোখের দৃষ্টি মানুষের দৃষ্টিশক্তির থেকে প্রায় ৬ গুন্ বেশি। বাঘ শিকার করার জন্য রাতের অপেক্ষা করে থাকে।

14. শিকারী বাঘ লাগাতার ৬ ঘন্টা পর্যন্ত ৬৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

15. Tiger তিরিশ ফুট লম্বা লাফ ও বারো ফুট উঁচু লাফ দিতে পার।

16. বাঘ একরাতে শিকার করার পরে ২৭ কিলো পর্যন্ত মাংস খেতে পারে।

বাঘ সম্পর্কে তথ্য – Tiger Facts in Bengali

17. বিড়ালের ডিএনএ এর ৯৫.৬ পার্সেন্ট অংশ বাঘের ডিএনএ সাথে মিলে যায়।

18. বাঘ প্রায় ২৫ সাল পর্যন্ত বাঁচে। তবে অধিকাংশ বাঘের ২০ বছর বয়সের মধ্যেই মৃত্যু হয়ে থাকে।

19. বাঘের শরীরের যেকোন অঙ্গ দাড়ি থেকে লেজ পর্যন্ত বাজারে বিক্রি করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ।

20. ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, দেশের জাতীয় পশু বাঘ।

Read More

বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যময় ত্রিভুজ | Bermuda Triangle in Bengali